গত ১০ জানুয়ারি ,2023 উপজেলা মাসিক পর্যালোচনাূলক সভা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।পরিবার পরিকল্পনা,মা ও শিশুস্বাস্থ্য সেবা ও অগ্রগতি পর্যালোচনামূলক এ সভায় সভাপতির আসন অলংকৃত করেন সুযোগ্য উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জনাব মোঃ আব্দুর রহমান প্রামানিক(পরিচতি নং-100158)।সভায় আরো উপস্থিত ছিলেন জনাব ডা. তাসকিয়া পারভীন,মেডিকেল অফিসার(এমসিএইচ-এফপি),নওগাঁ সদর মহোদয়।এ উপজেলায় কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে বিস্তারিত আলোচনা হয়।
আলোচ্যসূচিঃ-**১। মাসিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ।
** ৩। স্যাটেলাইট ক্লিনিক আয়োজন,স্কুল স্বাস্থ্য শিক্ষাসহ সকল সেবা প্রদান।
**৪। বিবিধ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস