Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
উপজেলা মাসিক পর্যালোচনামূলক সভা অনুষ্ঠিত
বিস্তারিত

গত ১০ জানুয়ারি ,2023 উপজেলা মাসিক পর্যালোচনাূলক সভা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।পরিবার পরিকল্পনা,মা ও শিশুস্বাস্থ্য সেবা ‍ও অগ্রগতি পর্যালোচনামূলক এ সভায় সভাপতির আসন অলংকৃত করেন সুযোগ্য উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জনাব মোঃ আব্দুর রহমান প্রামানিক(পরিচতি নং-100158)।সভায় আরো উপস্থিত ছিলেন জনাব ডা. তাসকিয়া পারভীন,মেডিকেল অফিসার(এমসিএইচ-এফপি),নওগাঁ সদর মহোদয়।এ উপজেলায় কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে বিস্তারিত আলোচনা হয়।

আলোচ্যসূচিঃ-

**১। মাসিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ।

** ২। মডেল ইউনিয়নসহ সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিধিমত অবস্থানপূর্বক মান সম্মত সেবা প্রদান ও কোয়ালিটিিএএনসি,পিএনসি,সাধারণ রোাগী,গর্ভবতী সেবা ও প্রসবসেবা প্রদান।

** ৩। স্যাটেলাইট ক্লিনিক আয়োজন,স্কুল স্বাস্থ্য শিক্ষাসহ সকল সেবা প্রদান।

**৪। বিবিধ।

ডাউনলোড
প্রকাশের তারিখ
10/01/2024
আর্কাইভ তারিখ
28/02/2026